করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনতে ১ হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী।
সবার আগে করোনাভাইরাসের টিকা নেবেন অর্থমন্ত্রী
এদিকে টিকা আমদানিসহ আনুষঙ্গিক খরচের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে ইতোমধ্যে দুই দফায় প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবিলায় টিকা প্রয়োগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন সরকারিভাবে আমদানির উদ্যোগ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি গ্যাভি-কোভ্যাক্সের আওতায় আরো সাড়ে তিন কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
এ সময় ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
স্বাআলো/এসএ