মাগুরার শ্রীপুর উপজেলায় করোনাকালে বিশেষ অবদান রাখা ১৩৭ জন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী সমাজকর্মী রফিকুল হক মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মাগুরার সাংবাদিক আবু বাসার আখন্দ, রূপক আইচ, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, খামারপাড়া মাদরাসার অধ্যক্ষ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল হাদী, সুজন হোসেন, জুবায়ের হোসেন, আল আমিন গাজী, তৌফিক আহমেদসহ অন্যরা।
মাগুরায় বিচিবিহীন কুল চাষে নাসিরের সাফল্য
গত প্রায় ১ বছর ধরে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষক, সাংবাদিক, ছাত্র, কৃষকসহ বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুকি নিয়ে করোনা মোকাবেলায় অবদান রেখেছেন। এ সময় তারা বেসরকারিভাবে সংগ্রহকরা কমপক্ষে ১০ লাখ টাকার খাদ্য, বস্ত্র, বইখাতা, চিকিৎসা সামগ্রী, ঔষধসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন। এ সকল স্বেচ্ছাসেবকদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ সংবর্ধনা দেয়া হলো।
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল জানান, করোনাভাইরাসের শুরুতে মানুষ যখন লকডাউনে গৃহবন্দী। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। এ সময়ে আমরা মহান মুক্তিযুদ্ধের বছর ৭১ এর স্মরণে সেই অনুপ্রেরনায় ৭১জন স্বেচ্ছাসেবক নিয়ে করোনাযুদ্ধ শুরু করি। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আমাদের কাজে সহায়তায় এগিয়ে আসেন। প্রবাসী রফিকুল হক মিয়াসহ অনেকেই আমাদের মানুষের দুঃখ দুর্দশার কথা মনে রেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সে সহায়তা আমরা পৌঁছে দিয়েছি উপজেলার দুঃস্থ অসহায় মানুষের জন্য। মানবতার সেবায় এ কার্যক্রম এখনো চলমান আছে।
স্বাআলো/এসএ