যশোরের শার্শার বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি নামবিহীন অবৈধ ক্লিনিক মালিক ডা. আব্দুল জলিলকে ১ লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করেছেন। ১৯ জানুয়ারি বেলা ১২টার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথী।
লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে চলছিল অবৈধ ক্লিনিকটি। এমনকি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই নামমাত্র চিকিৎসাসেবা দিয়ে প্রতারণা করে আসছিল এ ক্লিনিক। স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই, গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে প্রতিদিন রোগী দেখা ও প্যাথলজিক্যালে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি করা হচ্ছে রোগী। অভিযানের সময় এমন অনিয়মের চিত্র উঠে আসায় ক্লিনিক মালিক ডা. আব্দুল জলিলকে ১ লাখ টাকা জরিমানা এবং ক্লিনিকটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম-অসঙ্গতি রুখতে এ অভিযান অব্যাহত থাকুক। যতদূর জানা যায় ক্লিনিক ব্যবসাটা পুরোমাত্রায় একটা ফটকাবাজী ব্যবসায় পরিণত হয়েছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান মানব জীবনের মৌলিক অধিকার। বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং এ খাতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্নস্থানে নিয়ম অমান্যকারী ক্লিনিকের বিরুদ্ধে অভিযানও পরিচালিত হচ্ছে। যশোরে বেশ কিছু এমন ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। জরিমানাও করা হয়েছে অনেককে। কিন্তু কোন সাহসে বাগআঁচড়ায় বিনা লাইসেন্সে নামবিহীন এ ক্লিনিকটি চালাচ্ছিলেন একজন ডাক্তার তা ভাবেতে অবাক লাগে। তার খুঁটোর জোর কতখানি তা বোঝা যাচ্ছে না। কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করেন কিনা তা জানা যায়নি। যদি রাজনৈতিক শক্তির বলে তিনি এমনটা করে থাকেন তবে ভুল করেছেন। কারণ বর্তমান গণমুখী সরকার এ সব অপরাধের প্রশ্রয় দেবে না। ডাক্তার সাহেব মনে হয় বিষয়টির খোঁজ রাখেন না।
আরো পড়ুন>>>প্রতারণার নানা কৌশল
আমরা সব সময় এসব ফটকাজী ক্লিনিক ব্যবসার বিরুদ্ধে। আমরা বরাবরই বলে আসছি এসব অবৈধ ক্লিনিকে কোন ডাক্তার নেই, নেই কোন নার্স। বাগআাঁচড়ার ওই ক্লিনিকটিতে সে কথার প্রমাণ মিলেছে। উদ্বেগজনক বিষয় হলো তিনি একজন ডাক্তার হয়ে গ্রাম্য ডাক্তার ও নার্স দিয়ে কি করে চিকিৎসা করান। প্যাথলজিস্ট নেই তবু প্যথরোজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। তিনি তো ডাক্তার পরিচয়ে ডাকাত।
স্বাআলো/আরবিএ