ইউক্রেনের একটি নার্সিং হোমে আগুনে পুড়ে মারা গেছেন ১৫ জন। দগ্ধ আরো পাঁচজনকে অন্য একটি হাসপাতালে নেয়া হয়েছে।
দেশটির জরুরি বিভাগের বরাতে ইউরো নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি হাসপাতালে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ৫০ দমকলকর্মীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু আগুন নেভার আগেই ১৫ জনের মৃত্যু হয়। এছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করা গেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাআলো/আরবিএ