যশোর থেকে দেবু দত্ত নামে এক প্রতারক কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতের আধারে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি এসব টাকা হাতিয়ে নেন। বর্তমানে তিনি বৃহত্তর ফরিদপুর অঞ্চলে বসবাস করছেন।
জানা যায়, যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার বাসিন্দা কার্তিক দত্তের ছেলে দেবু দত্ত শহরতলী খয়েরতলা বাজারের স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সূত্র ধরে ওই এলাকার ব্যবসায়ী, চাকরিজীবীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নেন। কাউকে কাউকে দোকান বিক্রি করার কথা বলেও টাকা হাতান। আর এভাবে দেবু দত্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পরে রাতের আধারে দেবু দত্ত পালিয়ে গেছেন।
আরো পড়ুন>>> বিকাশ প্রতারকের সঙ্গে প্রেম জমিয়ে টাকা উদ্ধার করলেন কলেজছাত্রী
সূত্র জানায়, শহরতলী নূরপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেনের কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন তিনি। শুধু মকবুলই নয়, তিনি অন্তত ২৫ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে গেছেন। বর্তমানে টাকা খুয়েই অনেকের পথে বসার উপক্রম হয়েছে। অনেকেই টাকা ফিরে পেতে আইনের আশ্রয় নিয়েছেন। কেউ কেউ যশোর কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। অনেকে আদালতে মামলাও করেছেন।
মকবুল হোসেন বলেন, ব্যবসা ও দোকান বিক্রির কথা বলে তার কাছ থেকে বিভিন্ন সময় ১১ লাখ টাকা নিয়েছেন দেবু দত্ত। টাকা চাইলে দেয়ার কথা বলে ঘুরিয়ে রাতের আধারে পালিয়ে গেছেন তিনি।
মকবুল হোসেন আরো বলেন, দুই কিস্তিতে ১১ লাখ টাকা নিয়েছেন। আমার কাছে যে দোকান বিক্রি করেছিলেন, সেই দোকান অন্য একজনের কাছে বিক্রি করে নামপত্তন পর্যন্ত করে দিয়েছেন এরপর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের বাড়ি বিক্রি করে টাকা দেবেন বলে টালবাহানা করেন। আমাকে রাস্তার ফকির বানিয়ে চলে গেছেন। পালিয়ে যাওয়ার পর তার ফোন বন্ধ রাখে। কিন্তু এখন তার ফোন খোলা আছে। ফোন করে টাকা চাইলে নানা রকম টালবাহানা করছেন। টাকা ফেরত পেতে যশোর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করেছেন।
স্বাআলো/এস