চাঁপাইনবাবগঞ্জ: প্রধানমন্ত্রী ঘোষিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে এ উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এ সময় তিনি বলেন, ভিক্ষাবৃত্তি পেশাকে নিরূৎসাহিত করতে সরকার এ জনগোষ্ঠিকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বর্তমান সরকার জনবান্ধব, ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিকভাবে ভিক্ষুকরা যেন তারা আত্মনির্ভরশীল হয়ে জীবনযাপন করতে পারেন।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা প্রদান করছে সরকার।
পর্যায়ক্রমে সকল ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রেখে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, বীরমুক্তিযোদ্ধা আকতার আলী প্রমুখ।
পরে, ১৮ জন ভিক্ষুককে একটি করে গাভী প্রদান করা হয়।
স্বাআলো/এসএ