পল্লী বিদ্যুতের দেয়া ঘরে মাথা গোজার ঠাঁই হলো জাহানারার

ঝিকরগাছা: পল্লী বিদ্যুৎ সাধারণত মানুষের বিদ্যুৎ দিয়ে বাড়ি আলোকিত করে। তবে এবার বাড়ি বানিয়ে তা আলোকিত করে দিয়েছে বিদ্যুৎ প্রদানকারী এ দফতরটি। এতে করে জাহানারা খাতুন (৬০) নামে এক অসহায় মহিলার মাথা গোজার ঠাঁই হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছা পুরন্দপুর গ্রামে তাকে আধাপাকা এ ঘর করে দিয়েছে।

শুক্রবার বিকেলে জাহানারাকে বাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডাক্তার নাসির উদ্দীন।

জেনারেল ম্যানেজার আবু বক্কর শিপলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, রমজান শরীফ বাদশা, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসা, অ্যাডভোকেট আব্দুল কাদের আজাদ, সাংবাদিক ইমরান রশীদ, স্থানীয় আওয়ামী লীগনেতা শওকত আলী প্রমুখ।

৩৬ বছর আগে জাহানারা খাতুনের স্বামী আবুল হক দুইটি শিশু সন্তান রেখে মারা যান। পরে ছেলে সন্তানটিও মারা যায়। সেই থেকে পরের জায়গায় তিনি মেয়েটি নিয়ে থাকতেন। এক পর্যায় মেয়েকে বিয়ে দিলে স্বামী রেখে চলে যায়। তারপর থেকে মা-মেয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সারা জীবনের রোজগারের টাকায় এক যুগ আগে আড়াই শতক জমি কিনলেও ঘর করতে পারেনি আজও। অবশেষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর করে দেয়া বাড়িতে মাথা গোজার ঠাঁই হলো তার।

বাল্যবিয়ে প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ এবার ঝিকরগাছায়

জাহানারা জানান, কখনো স্বপ্নেও ভাবিনি পাকা ঘর হবে আমার। আমি খুব খুশি হয়েছি।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশিষ ভট্টাচার্য জানিয়েছেন, দুই লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে দুই কামরা ঘর, একটি রান্নাঘর ও বাথরুম রয়েছে এ বাড়িতে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সকল কর্মকর্তাদের ব্যক্তিগত টাকায় এ ঘর তৈার করা হয়েছে বলেও জানান তিনি। ঘরে বিদ্যুৎ সংযোগসহ বৈদ্যুতিক পাখা ও অন্যান্য সরঞ্জাম দেয়া হয়েছে।

স্বাআলো/এসএ