আগামী ফেব্রুয়ারিতেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখে পৌঁছাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউজে নিজের এমন আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
করোনাভাইরাস নিয়ে জরুরি ভিত্তিতে কাজ এবং সমন্বয় করেনি উল্লেখ করে বাইডেন বলেন, ভাইরাস নিয়ে জরুরি কাজ না করা এবং সমন্বয় না করার করুণ মূল্য আমাদেরকে দিতে হয়েছে। ২ কোটি ৪০ লাখ কারোনা আক্রান্ত এবং চারলাখ ৮০ হাজার মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র আক্রান্ত ও মৃত্যর সংখ্যায় এক নম্বরে আছে। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে বাইডেন ভাইরাস নিয়ে তার নতুন ফেডারেল পরিকল্পনা এবং জাতীয় কৌশল উন্মোচন করেন।
এ প্রসঙ্গে বাইডেন বলেন, আমাদের জাতীয় কৌশল ব্যাপক রাজনৈতিক নয় বরং বিজ্ঞানভিত্তিক। তিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস মোকাবেলাকে ‘হতাশাজনক ব্যর্থতা’ বলে সমালোচনা করেন। ডোনাল্ড ট্রাম্প ২০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের দুই কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার কথা বলেছিলেন।
স্বাআলো/আরবিএ