বাগেরহাটের পল্লীতে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। শিশুর পরিবার দরিদ্র হওয়ায় স্থানীয় কতিথ প্রভাবশালিদের হস্তক্ষেপে মীমাংসার আশ্বাসে সময় ক্ষেপণ করা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা হয়েছে।
অবশেষে শিশুটির পিতা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে বাগেরহাট মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
পুলিশ এখন ধর্ষককে গ্রেফতারের চেষ্টা করছে। মামলার আসামি এনাম শেখ বাগেরহাট সদর উপজেলার সম্প্রতি সময়ে বিতর্কিত বিষ্ণপুরের মূলঘর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে শিশুটির মায়ের কাছে শুক্রবার বেলা ১১ টার দিকে জানতে চাইলে তিনি বলেন, গত ৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মেয়েকে একা বাড়ি রেখে ছোট সন্তানকে নিয়ে বাগেরহাট শহরে চিকিৎসকের কাছে যাই। আমার স্বামীও মানুষের বাড়িতে কামলা দিতে যায়। এই সুযোগে এনাম শেখ আমার মেয়েকে তার পিতার দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে আমার মেয়ে আমাকে বিষয়টি জানালে আমরা এনামের বড় ভাই জাকির শেখকে ঘটনাটি জানাই। তিনি বিচার করার আশ্বাস দিয়ে আজকাল বলে ঘুরাতে থাকে। যাতে নির্যাতনের আলামত নষ্ট হয়।
আরো পড়ুন>>>বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৭
এদিকে আমার মেয়েও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। আমি জাকির ও তার পিতাকে বিষয়টি জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। মেয়েকে ডাক্তারও দেখিয়েছি। আমি আমার মেয়ের উপর নির্যাতনের বিচার চাই।
তিনি আরো বলেন, জাকির শেখ স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মীমাংসার আশ্বাস দেয়ায় আমরা আইনের আশ্রয় নিতে বিলম্ব করেছি। এনাম শেখ এর আগেও একটি মেয়েকে ধর্ষণ করে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল হাজতে ছিলো।
বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত ফকির পান্নু মিয়া বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি। ভিকটিমের জবানবন্দি গ্রহন সহ আসামী গ্রেফতারে আমরা অভিযান শুরু করেছি। এ ছাড়া শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাআলো/আরবিএ