ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৮

ভয়াবহ বিস্ফোরণে ভারতের কর্নাটকে ৮ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বৃহস্পতিবার রাতে কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠে। ভয়াবহ বিস্ফোরণে এলাকায় ১৫-২০ কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিস্ফোরণটি ডিনামাইট নাকি অন্য কোনো কিছুর কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই পাথরখনি এলাকার একটি রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ির জানালার কাচ। আতঙ্কে রাস্তায় ঘর থেকে বেরিয়ে আসেন বাসিন্দরা।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণটি হতে পারে।

স্বাআলো/আরবিএ