মণিরামপুর পৌরসভায় নৌকার পক্ষে দিনভর প্রচারণা

যশোর: মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের নৌকা প্রতীকে বিজয়ী করতে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

শুক্রবার পৌরসভার বিভিন্ন এলাকায় দিনভর নৌকার পক্ষে প্রচারণা শেষে সন্ধ্যায় স্থানীয় কাঁচাবাজার সমিতির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।

হাসেম আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।

এ সময় বক্তৃতা করেন, মণিরামপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আমজাদ হোসেন, সন্দীপ ঘোষ, প্রভাষক আবুল হাসান, স ম আলাউদ্দীন, কাজী তাজাম্মুল হোসাইন টিটো, মুরাদুজ্জামান মুরাদ, ফজলুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

স্বাআলো/এসএ