যশোরে অনিককে হত্যাচেষ্টা মামলায় ৬ জনের নামে চার্জশিট

যশোর শহরের শংকরপুরের রকিবুল হাসান অনিককে হত্যাচেষ্টা মামলায় ৬ সন্ত্রাসীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান।

অভিযুক্ত আসামিরা হলো, শংকরপুর জমাদ্দারপাড়ার টুনি শাওন, মুছা, ঝন্টু, আপন, বুলেট সাগর ও রহিম।

পূর্ব শত্রুতার জেরে যশোরে কলেজছাত্রকে গলাটিপে হত্যা, আটক ৫

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রকিবুল হাসান যশোর-বেনাপোল সড়কের বাসে শ্রমিক হিসেবে কাজ করেন। ২০২০ সালের ১০ জুলাই রকিবুল ছোটনের মোড়ের মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামিরা ছুরিকাঘাত করে গুরুতর জখম করে এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। রকিবুলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।

এ ব্যাপারে আহত রকিবুলের বাবা আলতাফ হোসেন ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৬ জনকে অভিযুক্ত আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় আশরাফুল ও বিজয়কে অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। চার্জশিটে অভিযুক্ত সকল আসামিকে পলাতক দেখানো হয়েছে।

স্বাআলো/এসএ