যশোর: খুলনার এক যুবকের যশোরে রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাইম হোসেন (২০) একজন থাই মিস্ত্রী। তিনি খুলনার রুপসা জয়পুরের মোকবুল হোসেনের ছেলে। বর্তমান তিনি যশোর ক্যান্টনমেন্ট কলাবাগান এলাকায় বিমান বাহিনীর নির্মাণাধীন ১০ তলা ভবনের থাইয়ের কাজে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার রাতে তার সহকর্মীরা ভবনের একটি কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্য হয়।
স্বাআলো/ডিএম