যশোরে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরের হামিদপুর থেকে ১ লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ ৪ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলো, যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার মিঠু মন্ডল, শহিদুল ইসলাম, যশোর সদরের সোহেল রানা, রকিবুল হাসান সাগর (২০)।

যশোরে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

শুক্রবার ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ ইউএস ডলার পাচারের উদ্দেশ্যে চার হুন্ডি ব্যবসায়ী বেনাপোল থেকে লোকাল বাসে করে যশোরে আসে। এরপর ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলো তারা। তখন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে হুন্ডি ও সোনা চোরাচালানের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান সেলিম রেজা।

স্বাআলো/এসএ