লিটনের বিদায়, তামিমের সাবধানী শুরু

বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়দের ইনিংস।

দলীয় ৩০ রানে বিদায় লিটনের। আগের ম্যাচে দেখেশুনে খেললেও এই ম্যাচে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন। তবে লিটনের ইনিংসটি দীর্ঘায়িত হয়নি। আকিল হোসেইনের বলে ষষ্ঠ ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন লিটন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১২ বলে ৭ রান করে অপরাজিত আছেন তামিম। ৫.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান।

আরো পড়ুন>>> সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৪৮ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ

২টি চার হাঁকিয়েছেন লিটন দাস। ৮ বলে ১০ রান করা লিটনের সাথে ক্রিজে আছেন অধিনায়ক তামিম ইকবাল (৪ বলে ১ রান)।

মিরাজের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে ১৪৮ রানে গুটিয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ

মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের পর চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দেশের মাটিতে ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন তামিম ইকবাল।

স্বাআলো/এস