শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের আজও প্রথম উইকেট তুলে নিয়েছেন মমুস্তাফিজুর রহমান।
ওপেনার সুনিল অ্যামব্রিসকে মাত্র ৬ রানে ফিরিয়েছেন কার্টার মাস্টার। দলীয় ১০ রানের মাথায় ফিজের বলে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন অ্যামব্রিস।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসেন কিরন ওটলে এবং সুনীল অ্যাম্ব্রিস।
ইনিংসের ৫ম ওভারে বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান, ওই ওভারের ৫ম বলে সুনীল অ্যাম্ব্রিসকে তুলে নিলে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। আউট হওয়ার আগে অ্যাম্ব্রিস নামের পাশে যোগ করেন কেবল ছয়টি রান।
আরো পড়ুন>>টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ
দ্বিতীয় উইকেটে জশুয়া ডা সিলভা ও অভিষিক্ত কিরন ওটলে মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিছুটা সফল হলেও খুব বেশি বড় জুটি গড়তে দেননি টাইগাররা। ২৬ রানের জুটি ভাঙে কিরন ওটলেকে (২৪) তামিম তালুবন্দি করলে। এর মাত্র দুই বল যেতে না যেতেই জশুয়া ডা সিলভাকে (৫) বোল্ড করেন মিরাজ। দলীয় মাত্র ৩৭ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ।
এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়া উইন্ডিজকে আরও চাপে ফেলতে প্রথমবারের মতো সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক তামিম। আর অধিনায়কের আস্থার অবদান সাকিব দেন অ্যান্ড্রে ম্যাকার্থির উইকেট তুলে নিয়ে। ১৫তম ওভারের শেষ বলে ৩ রান করা ম্যাকার্থি যখন বোল্ড হয়ে ফিরছেন তখন উইন্ডিজের স্কোরবোর্ডে রান সংখ্যা মাত্র ৩৯।
স্বাআলো/আরবিএ