নিষেধাজ্ঞা কাটিয়ে আপন আলোয় উজ্জ্বল সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছেন রাজার মতোই। বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে এমন রাজসিক প্রত্যাবর্তনে স্বস্তি নেমে এসেছে টাইগার সমর্থকদের মনে।
তবে সাকিবের এমন প্রত্যাবর্তনের খবরের মাঝেও রয়েছে অস্বস্তির খবর। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব আল হাসান।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে থাকবেন সাকিব। পিতৃত্বকালীন ছুটির কারণে আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়ে রেখেছেন সাকিব।
আরো পড়ুন>>> সাকিব-মিরাজের ঘূর্ণিতে ১৪৮ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজ
আগামী ১৩ মার্চ থেকে নিউজিল্যান্ড সফর শুরু হওয়ার কথা বাংলাদেশের। যে সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ২২ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে বিসিবির।
সাকিব আনুষ্ঠানিকভাবে ছুটির দরখাস্ত না করলেও এই সফরে সাকিবকে ছাড়াই বিসিবি দল সাজানোর পরিকল্পনা করেছে বলে জানা গেছে।
এদিকে কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সন্তান আসার খবর জানিয়ে দেন সাকিব।
এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ২০১৫ সালে প্রথম এবং গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যাসন্তান আসে তাদের ঘরে।
স্বাআলো/এস