মুজিববর্ষ উপলক্ষে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি নির্মাণ করে সরকার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে উপহার হিসেবে দেয়া হয়েছে। আজ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ি হস্তান্তর করেছেন।
বিশ্বে এই প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে একসঙ্গে এত ঘর ভূমিহীন ও গৃহহীনদের উপহার দেয়া হলো।
তবে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনতে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরো এক লাখ বাড়ি নির্মাণ করে গৃহহীনদের উপহার দিতে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য কাজ করছেন। এজন্য ২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে আরো এক লাখ বাড়ি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, মুজিববর্ষ উপলক্ষে এক হাজার ১৬৮ কোটি টাকা ব্যয়ে ৬৬ হাজার ১৮৯টি বাড়ি নির্মাণ করা হয়েছে। বিশ্বে এই প্রথমবারের মতো সরকারের পক্ষ থেকে একসঙ্গে এত ঘর ভূমিহীন ও গৃহহীনদের উপহার দেয়া হচ্ছে।
ড. আহমদ কায়কাউস বলেন, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষীপুর) চরপোরাগাছা গ্রাম পরিদর্শনকালে ভূমিহীন, গৃহহীন ও অসহায় লোকদেরকে পুনর্বাসনের জন্য নির্দেশ দিয়েছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীন আশ্রয়ণ প্রকল্প মুজিববর্ষ উদযাপনকালে ২১টি জেলার ৩৬টি উপজেলায় ৪৪টি প্রকল্পের অধীনে ৭৪৩টি ব্যারাক নির্মাণ করে ৩ হাজার ৭১৫টি পরিবারকে পুনর্বাসিত করছে।
আশ্রয়ণ-২ এর প্রকল্প পরিচালক মাহাবুব হোসেন বলেন, আশ্রয়ণ প্রকল্প ২০২০ সালে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা তৈরি করে। এরমধ্যে ২ লাখ ৯৩ হাজার ৩৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এবং ৫ লাখ ৯২ হাজার ২৬১টি পরিবারের ১ থেকে ১০ শতাংশ ভূমি রয়েছে। তবে তাদের বসবাসের বাড়ি নেই।
স্বাআলো/ডিএম