ভাঙা টিনের চালায় বর্ষিয়ান দম্পতির মানবেতর জীবন

সংসারের লাগামহীন নানা বোঝা টানতে টানতে এখন ক্লান্ত ,সময়ের পরিক্রমায় হয়ে পড়েন অক্ষম, শক্তিহীন এক দম্পতি। সেই দিনের তরতাজা জীবন দুটি আজ বয়সের ভারে বৃদ্ধ। নেই থাকার মত একটি ভাল ঘর। ভাঙ্গা একটি টিনের চালায় মানবেতর জীবনযাপন। এক কথায় ভালো নেই তারা।

বলছি-লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের জেলেপাড়া গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে জহির উদ্দিন নামের ৯৬ বছরের এক বৃদ্ধ ও ৬৩ বছরের হালিমা নামের এক দম্পতির কথা।

মানবেতর জীবনযাপন করছেন অসহায় হতদরিদ্র বার্ষিয়ান দম্পতি জহির উদ্দিন ও হালিমা। যার নিজের থাকার মত একটি ভাল ঘর নেই।জরাজীর্ণ একটি টিনের চালায় খেয়ে না খেয়ে দিন কাটে তাদের।

তাদের দুই ছেলে ও তিন মেয়ে আছে। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তেমন একটা খোঁজখবর রাখছেন না কেউই।তবে দুই ছেলে থাকলেও তারা বিয়ের পর আলাদা থাকে।

আরো পড়ুন>>>পল্লী বিদ্যুতের দেয়া ঘরে মাথা গোজার ঠাঁই হলো জাহানারার

কনকনে শীতে ভাঙা টিনের চালায় মানবেতর জীবন যাপন করছেন তারা। তাদেরকে কেউ দেয়নি একটি কম্বল। বর্তমানে বৃদ্ধ-বৃদ্ধার দিন চলেবয়স্কভাতার টাকায়।

তারা জানান, ভোটের সময় ভোট চাইতে আসেন সবাই। ভোট হয়ে গেলে কেউ আসে না আর। একটি ঘরের জন্য চেয়ারম্যানকে কয়েকবার বলেছি, কোন গুরুত্ব দেননি। নিজের জায়গা জমি যা ছিলো সব শেষ। বাস্তভিটা ৪ শতক ছিল সেটাও ছেলেদের নামে দিয়েছি।

কাকিনা ইউপি চেয়ারম্যান শহীদুল হক শহীদবলেন, আমার সাথে জহির উদ্দিন ঘরের বিষয় কোন কথা বলেনি। তবে ওই জহির উদ্দিন একটি সরকারি ঘর পাওয়া উচিত।

স্বাআলো/আরবিএ