যশোরের বাঘারপাড়ায় ১২ বছর বয়সী জুথি নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতের কোনো এক সময় বাড়ির পাশের বাঁশ বাগানের ভিতর ডুমুর গাছের সাথি গলায় ওড়না পেঁচিয়ে শিশুটি আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। নিহত শিশু উপজেলার বারভাগ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, জুথি দীর্ঘদিন থেকে পেট ব্যথা, মাথা ব্যথা, ব্রেনের সমস্যায় ভুগছিলো।
যশোরে বেনু হত্যা মামলায় আদালতে দুই আসামির আত্মসমর্পণ
স্থানীয়রা সোমবার সকালে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/এসএ
