লালমনিরহাট: গুলিভর্তি ম্যাগাজিন হারিয়ে ফেলায় লালমনিরহাট সদর থানার এক এসআই’কে প্রত্যাহার করা হয়েছে।
এসআই খালেকুজ্জামান বাদশাকে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, সোমবার রাতে ওয়ারেন্ট ছাড়া শহরের কলেজ বাজার এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করতে যান বাদশা। উঠিয়ে নিয়ে আসার সময় ওই ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা আটটি গুলিভর্তি ম্যাগাজিন খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, ম্যাগাজিন হারানোর বিষয়ে বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।ম্যাগাজিন উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
স্বাআলো/এসএ
