বাগেরহাটে পৌর কাউন্সিলর প্রার্থীর কর্মীকে বেধড়ক মারপিট

বাগেরহাটের কেন্দ্রিয় বাস টার্মিনাল ও দড়াটানা ব্রীজ টোল এলাকায় তারিকুল ইসলাম ছোট (৩৫) নামের একজন আওয়ামী দলীয় কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রকাশ্য জনসস্মুখে এ ঘটনার পর আহত অবস্থায় তারিকুল ইসলাম ছোটকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।

সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নরে ভাতশালা গ্রামের তারিকুল ইসলাম ছোট বাগেরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা ফারুক তালুকদারের একনিষ্ট কর্মী।

হাসপাতালে চিকিৎসাধিন  তারিকুল ইসলাম ও তার স্বজনরা জানান, চলতি পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক তালুকদারের পক্ষে নির্বাচনি কাজ করার অভিযোগে অপর পক্ষের সন্ত্রাসীরা তাকে প্রকাশ্য দিবালোকে এবং জনসম্মুখে তাকে বেধড়কভাবে পিটিয়ে আহত করেছে। সন্ত্রাসীদের ভয়ে কেহ ঠেকাতে ও সাহস পায়নি। এখন আইনের আশ্রয় নিতে পারব কিনা জানিনা।

আরো পড়ুন>>> বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়ন, থানায় মামলা

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বাস ষ্ট্যান্ড এলাকায় মারামারির খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়। আহত তারিকুল ইসলাম ছোটকে হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেহ থানায় অভিযোগ করে নাই।

স্বাআলো/আরবিএ

.

Author