যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। বেশকিছু অঙ্গরাজ্যে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন, বেড়েছে সড়ক দুর্ঘটনা।

নর্থ ক্যারোলিনায় শীতকালীন টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।টেক্সাসে ২০ লাখের বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি বিদ্যুৎহীন। হাউজটনে ঘর গরম রাখতে ফায়ার প্লেস থেকে লাগা আগুনে একই পরিবারের চার জন নিহত হয়েছেন।

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, প্রাণহানি ৩৯

বিদ্যুৎ না থাকায় মিসিসিপি, কেন্টাকি সহ বেশ কিছু অঙ্গরাজ্যে ঘর গরম রাখতে ডিজেল ব্যবহারে তৈরী হওয়া কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় অন্তত ১৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল গুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে ফেডারেল কর্তৃপক্ষের কাছে জেনারেটর সরবরাহের জন্য আবেদন করেছে টেক্সাস।

বরফ জমে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় করোনা টিকার সরবরাহ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার দুই হাজার সাতশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

স্বাআলো/এস