
দিন কয়েক আগেই খবর আসে নতুন সন্তানকে সবার সঙ্গে পরিচয় করাতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি সাইফ-কারিনা। একটি অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের কনিষ্ঠ সন্তানকে পরিচয় করিয়ে দেবেন তারা। তবে তা বোধ হয় আর হচ্ছে না।
সন্তানকে নিয়ে অনুশকা-কোহলির পথেই হাটার চিন্তা তাদের।
সম্প্রতি সাইফ আলী খানের এক বন্ধু বলিউড হাঙ্গামায় দেয়া সাক্ষাৎকারে জানান, আমি জানি না এমন তথ্য কীভাবে বের হয় যে সাইফ তার সন্তানকে অনুষ্ঠান করে পরিচয় করিয়ে দেবেন। খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
তৃতীয় সংসার ভাঙতে না ভাঙতেই অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী!
পত্রিকাগুলো তাদের লাভের আশায় তৈমুরের ছোট ভাইকে নিয়ে এসব খবর লিখে। সাইফ চান তার এই দ্বিতীয় সন্তান ক্যামেরার আড়ালেই থাকুক। তাই জনসমুক্ষে এখনই দেখা মিলছে তা তৈমুরের ছোট ভাইয়ের।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পৃথিবীর আলো দেখে সাইফ-কারিনার দ্বিতীয় পুত্র। সন্তান জন্মের আগে গত বছর এক সাক্ষাৎকারে বাচ্চা সন্তানের প্রাইভেসি নিয়ে আলোচনা করেছিলেন কারিনা। সেখানে বলেছিলেন, তৈমুরের মতো সবার আগ্রহের শিকার যেন না হয় তাদের নতুন সন্তান, সেই চিন্তা ভাবনা করছেন তারা।
স্বাআলো/এস
.
