যশোর: ঐতিহাসিক ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান করেছে যশোর পুলিশ। আজ রবিবার স্থানীয় ঈদগা ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন উড়ানো এবং কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চ একটি বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে বাঙালি নিরস্ত্র থেকে সশস্ত্র রূপ নিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে। তার দূরদর্শিতা, সাহস আর সুদূরপ্রসারী চিন্তার ফসল আজকের এই সুন্দর বাংলাদেশ। স্বাধীনতার পর পরাজিত ওই শক্তি বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় তাদের সেই আশা পূরণ হয়নি। দীর্ঘ ২৪ বছরের সংগ্রামে আজ বাংলাদেশ বিশ্বে একটি আলোচিত দেশের নাম।
আরো পড়ুন>>> ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি নাবিলের নেতৃত্বে নেতাকর্মীদের শ্রদ্ধাঞ্জলি
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, এক সময় বাংলাদেশকে কটাক্ষ করে বলা হতো তলাবিহীন ঝুড়ি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে গত ১২ বছরে দেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আজ ইউনেস্কো আমাদের এলডিসি থেকে উন্নয়শীল দেশে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আর এ কাজ সম্ভব হয়েছে কেবল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। গত ৫০ বছরে সারাবিশ্বে ৫টি দেশ উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে। যারমধ্যে বাংলাদেশ অন্যতম।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা এমডিজির ৮টি সূচকে অগ্রগতিলাভ করেছি। এখন টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছি।
স্বাআলো/আরবিএ