২০২২-২৩ বিপিএলের তারিখ ঘোষণা

করোনার দীর্ঘমেয়াদী প্রকোপ পড়লো বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। প্রায় দুই বছর মাঠে গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের সর্বশেষ আসর শেষ হয়েছিলো ২০২০ সালের জানু্যারিতে। আবার ২০২২ সালে বসবে এই টুর্নামেন্টটি।

২০১৯ সালের ডিসেম্বর শুরু হয়েছিলো বিপিএলের সর্বশেষ আসরটি। শেষ হয়েছিলো ২০২০ এর জানুয়ারিতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেটি ছিলো একটি বিশেষ আসর। ওই টুর্নামেন্টটি শেষ হতে না হতেই চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ শুরু হয়ে যায়। যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে বাংলাদেশের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টেও।

বাংলাদেশ সিরিজের ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ডের

২০২০ সালের মার্চ মাসে বাংলাদেশে সবধরনের ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। প্রায় মাস ছয়েক সেভাবেই ছিলো। তারপরে খেলোয়াড়রা ধীরেধীরে অনুশীলনে ফিরতে শুরু করেন এবং প্রস্তুতি ম্যাচের পরে নিজেদের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে ক্রিকেটে ফিরেছিলেন টাইগাররা।

গত বছরে বাংলাদেশে আর কোনো ঘরোয়া টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচও। ফলে স্থগিত হয়ে যাওয়া সিরিজগুলো ২০২১ সালে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। যদিও সবগুলো সিরিজই এখন আর খেলা সম্ভব হবে না। বিশেষ করে টেস্ট সিরিজ। তাই ২০২১ সালে বেশ ব্যস্ত সূচিতে দিন পার করবেন টাইগাররা। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশগুলোও স্থগিত সিরিজ আয়োজন করে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টায় আছে।

বিশ্বসেরা তরুণ নেতার খেতাব পেলেন মাশরাফি

তাই ২০২১ সালে হবে না বিপিএল। সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশের টুর্নামেন্টটির অষ্টম আসর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রমতে বিপিএলের আসরটি শুরু হবে ২০২২ সালের ১৪ জানুয়ারি, চলবে ৩৬ দিন।

বিপিএলের নবম আসরের সময়ো ঠিক করে ফেলেছে বিসিবি। ২০২৩ সালের ৩ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্টটি, চলবে ৪৬ দিন।

স্বাআলো/এস

.