
যশোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ বুধবার সকালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ, যুবমহিলা লীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সদর উপজেলা পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শুরুতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ নেতাকর্মীদের সাথে নিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল এমপি কাজী নাবিল আহমেদকে সাথে নিয়ে পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে যশোরে আজ সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এরপর জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রলয় কুমার জোয়াদার, সিভিল সার্জন শেখ আবু শাহীন, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা ওহিদুল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ, স্কুল কলেজের শিক্ষাক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। পরে জেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
.
Admin
