
সংশোধিত এমপিও নীতিমালায় ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়া হবে। এ লক্ষ্যে প্রধান শিক্ষকদের আগামী এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ইবতেদায়ি মাদরাসার প্রধান শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার নির্দেশনা জারি করে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদফতর।
এমপিওভুক্ত হলেন ১১২৮ শিক্ষক-কর্মচারী
ওই আদেশে বলা হয়েছে, মাদরাসার সংশোধিত এমপিও নীতিমালা অনুসারে ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকদের ১৫ গ্রেডের পরিবর্তে ১১ গ্রেডে এমপিও দেয়ার বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাআলো/এস
.
Author
