
লালমনিরহাটের তিস্তা চরাঞ্চলে ভয়াবহ শিলাবৃষ্টি ও ঝড়ে বসত-বাড়িসহ ফসলী জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
বুধবার মধ্যেরাতে থেমে থেমে এ শিলা বৃষ্টি হয়। এতে ভুট্টাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানান।
কৃষকরা জানান, ইতোমধ্যেই ধানের চারা লাগানো হয়েছে। ভুট্টার মোচা বের হয়েছে। এমন সময় এ শিলার আঘাতে ধানসহ ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া সদ্য লাগানো সবুজ শাক সসবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা করা হচ্ছে।
আরো পড়ুন>>> লালমনিরহাটে বৈঠক থেকে ৯ জামায়াত নেতা আটক
কাকিনার কৃষক রহমান আলী জানান, বেশির ভাগ বাড়ির টিন ফুটো হয়ে গেছে। এ ছাড়া ও এলাকার ভুট্টা,তামাকসহ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, ভয়াবহ এ শিলাবৃষ্টিতে বসত বাড়িসহ বিভিন্ন ফসলী ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। তারা তালিকা দিলে সহযোগিতা করা হবে।
স্বাআলো/আরবিএ
