
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চার ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের জয়জয়কার।
আমখোলা ইউপিতে নৌকা প্রতীকে কামরুজ্জামান মনির পেয়েছেন সাত হাজার ৬৪১, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে মাহতাব হোসেন তিন হাজার ২৭৪, গোলখালী ইউপিতে নৌকা প্রতীকে নাসির উদ্দিন সাত হাজার ২৫৩, নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের মোশারেফ হোসেন হাতপাখা প্রতীকে পাঁচ হাজার ৬০০।
এদিকে রতনদি তালতলী ইউপিতে নৌকা প্রতীকে গোলাম মোস্তফা পেয়েছেন চার হাজার ৮২১ ভোট, নিকটতম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে চার হাজার ১০৫, চিকনিকান্দি ইউপিতে সাজ্জাদ হোসেন রিয়াদ আট হাজার ১৪৯ ভোট, নিকটতম প্রার্থী আনারস প্রতীকে আনিসুর রহমান পেয়েছেন ৮৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
