
জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের আজ শনিবার দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পটুয়াখালীতে বন্ধ রয়েছে জেলা ও উপজেলা শহরের সকল দোকানপাট। শহরে কম সংখ্যক মানুষের আনাগোনা রয়েছে। তবে বাস চলাচল বন্ধ থাকলেও শহরে তিন চাকার চলাচল করছে ব্যাটারি চালিত অটো রিক্সা। এতে গাঁ ঘেষে চলাচল করছে সাধারণ মানুষ। সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ, আনসার বাহিনীসহ আইন শৃংখলা রক্ষা বাহিনী রয়েছে তৎপর।
আইন অমান্যকারীদের জেলা শহরে ১৬টি মোবাইল র্কোট পরিচালনা করে ৫৯টি মামলায় ৮৬ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জেলা শহর গুলোতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেলেও উপজেলা শহরগুলোতে নিরব ভূমিকায় ছিলো প্রশাসন।
স্বাআলো/আরবিএ
.
Author
Admin
