
নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিলো। সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। ষড়যন্ত্রকারীরা কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্রই সক্রিয়। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে আমাদের সবাইকে স্ব-স্ব স্থান থেকে সতর্ক থাকতে হবে। সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র আমাদের প্রতিহত করতে হবে।’
বুধবার (১৮ আগস্ট) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এ কথা বলেছেন। তিনি ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। পরে দোয়া মাহফিল শেষে গণভোজ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দৃশ্যমান হবে: এমপি নাবিল
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি জবেদ আলী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মুস্তা, তৌফিক জাহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শামীম শিকদার, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক সোলাইমান খান রাফেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ।
স্বাআলো/এসএ
.
