
জেলা প্রতিনিধি, মাগুরা: জেলার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানযাত্রী মা ও মেয়ের। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরো দুইজন।
নিহতরা হলেন শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ইসলামের স্ত্রী শরিফা (৩৫) ও তার ছয় মাসের মেয়ে খাদিজা খাতুন। এ সময় ভ্যান চালক মিজানুর (৪০) ও আরেক ভ্যানযাত্রী রহিমা বেগম আহত হয়েছেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আড়পাড়া এলাকার বুনাগাতী সড়কের জুনারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৫০
পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে। আহত দুইজনকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শালিখা থানার ওসি তারক বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্যাটারিচালিত ভ্যানযোগে পুলুম গ্রাম থেকে আড়পাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস
.
