বাথরুম থেকে দৌড় দিলেন নিরাপত্তাকর্মী, ধাওয়া দিয়ে মিললো ৫ কোটি টাকার সোনা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কোটি টাকা মূল্যের সোনার বারসহ সিভিল অ্যাভিয়েশনের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা।

শনিবার (৯ অক্টোবর) সকালে ধাওয়া করে আটকের পর কোমরের বেল্টে লাগানো অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়।

জানা গেছে, এপিবিএন এবং শুল্ক গোয়েন্দা পরিবেষ্টিত হয়ে আছেন সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তাকর্মী বেলাল উদ্দিন। তার কোমরে লাগানো অবস্থায় জব্দ হয়েছে প্রায় ১০ কেজি ওজনের ৮০ পিস সোনার বার। মূলত বিমানবন্দরের টয়লেট থেকে সন্দেহজনকভাবে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্মীরা তাকে চ্যালেঞ্জ করলে বেলাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।

চুয়াডাঙ্গায় ২ কোটি ৩৫ লাখ টাকার সোনার বার উদ্ধার

শাহ আমানত বিমান বন্দরের শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সোনার চালান আসবে এমন তথ্য ছিলো গোয়েন্দাদের কাছে। ১০ মিনিটের ব্যবধানে ওমান এয়ার এবং বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট অবতরণ করে শাহ আমানত বিমানবন্দরে। সেখানকার কোনো যাত্রী এই চালান টয়লেটে রেখে এসেছিলো।

তবে আটককৃত বেলাল উদ্দিন দাবি করেছেন, টয়লেটের ঝুড়ি থেকেই এসব সোনার বার কুড়িয়ে পেয়েছিলো। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্বাআলো/এসএ