
জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, সারা বিশ্বের কোনো রাষ্ট্র প্রধান আগামী ২১০০ সালে মানুষের কি হবে সেটা নিয়ে চিন্তা করেন না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ডেল্টা প্ল্যান ইতোমধ্যে গ্রহণ করেছেন। ২১০০ সালের ডেল্টা প্ল্যান তৈরির জন্য গবেষক নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ইসলামী ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত ধমীয় সম্প্রতি ও সচেতনতামূলক দিন ব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ২১০০ সালে বাংলাদেশের জনসংখ্যা ৪০ কোটি হলে মানুষ ছোট্ট ভূখন্ডে মানুষের বাঁচার সকল কিছু থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম প্রমুখ।
ধমীয় সম্প্রতি ও সচেতনতামূলক দিন ব্যাপী প্রশিক্ষণে জেলার বিভিন্ন মসজিদের ২ শতাধিক ইমামগণ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএ
.
