
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: অতিরিক্ত মদ্যপানে চুয়াডাঙ্গায় চারজন সদর হাসপাতালে ভর্তি আছে। দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ্যপানে চারজন গুরুতর অসুস্থ বলে জানা গেছে ।
শুক্রবার (১৫ অক্টোবর) মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । অসুস্থরা হলেন, হৃদয় (২৬), সম্রাট (২৬), মানিক দাস (২৪) ও আব্দুস সালাম (২৮)।
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বৃদ্ধের
সদর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন বলেন, পূজার সময় এরা অতিরিক্ত মদ্যপান করেছে। পরে অসুস্থ হলে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সৌরভ হোসেন বলেন, অতিরিক্ত মদপান করায় তারা অসুস্থ হয়ে পরে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
