
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষবর্ষের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন আট হাজার ৫৩৭ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিবুল আজীজ চৌধুরী। তিনি বলেন, শুক্রবার ভোরে ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে ফেল করেছেন ২০ হাজার ৯৮৮ জন। আর পাস করেছেন আট হাজার ৫৩৭ জন। পাসের হার ২৮ দশমিক ৯১ শতাংশ।
স্বাআলো/এস
.
Author
