মাশরাফির সঙ্গে অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট: জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেখা যাবে অপু বিশ্বাসকে। অভিনয়ে নয়, নয় কোনো বিজ্ঞাপনের মডেল হিসেবে। তবে? ক্রিকেট নিয়ে একটি অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন তারা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর চলছে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও খেলাপ্রেমীদের চোখ এখন টেলিভিশনের পর্দায়। এমনকি পাড়া-মহল্লায় চায়ের আড্ডায় চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা। এই আলোচনা-সমালোচনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজন করেছে ‘আল্টিমেট ওয়ার্ল্ড কাপ ক্রিকেট’। প্রতিদিন বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত চলবে আলোচনা।

এতে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, সংস্কৃতি অঙ্গনের মানুষ ও ক্রিকেটপ্রেমীরা। ৩ নভেম্বরের পর্বে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন। এ ছাড়া তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

স্বাআলো/এস