চারতলা স্কুল ভবন উদ্বোধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে মাধ্যমিক একটি বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফিতাকেটে জি.এইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন তিনি। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে সম্প্রতি ভবনটির নির্মাণ কাজ শেষ হয়।

যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌগাছা-ঝিকরগাছা উপজেলার সাবেক সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম, পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মণিরামপুরে পাঁচ সফল নারী পাচ্ছেন জয়িতা সম্মাননা

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান ফয়সালের পরিচালনায় সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, শ্যামকুড় ইউপির চেয়ারম্যান আলমগীর হোসেন, আব্দুল আলীম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা অজিত ঘোষ, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, প্রধান শিক্ষক আব্দুর গফুর প্রমুখ।

স্বাআলো/আরবিএ