
ঢাকা অফিস: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয় ঘাটে পারের অপেক্ষায় আটকে আছে সহস্রাধিক যান। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) কর্তৃপক্ষ।
এদিকে, আরিচা-কাজিরহাট নৌপথেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ‘মাঝপদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝপদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে আছে।’
আমার পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি: শেখ হাসিনা
ফেরি সেক্টরের এই কর্মকর্তা ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে কাছের বস্তুটিও দেখা যাচ্ছে না। এ জন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমলে ফেরি চলাচল শুরু করা হবে।
সংশ্লিষ্ট সূত্র মতে, পাটুরিয়া ঘাট প্রান্তে পাঁচটি ও দৌলতদিয়া ঘাট প্রান্তে আটটি ফেরি নিরাপদে রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
স্বাআলো/আরবিএ
.
Admin
