
বিনোদন ডেস্ক: কন্যা সন্তানের বাবা-মা হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এবং পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী।
বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে এই সন্তান জন্ম দেন এই অভিনেত্রী। নবাগতের ছবিসহ নিজের ফেসবুকে পোস্ট করেন তিশা।
অভিনেত্রী তার স্ট্যাটাসে নিজের এবং সন্তানের সুস্থ আছেন বলেও জানিয়ছেন। একই সঙ্গে মেয়েকে নাম প্রকাশ করেন তিনি। এই দেবদূতকে ইলহাম নুসরত ফারুকী নামে ডাকার জন্য অনুরোধ করেন তিনি।
একই সঙ্গে ডাক্তার সাংযুক্তা সাহাকে তার সেবার জন্য ধন্যবাদ জানান তিশা।
ফারুকী-তিশার ঘরে আসছে নতুন অতিথি
২০১০ সালে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার বিয়ে হয়। এরপর গেলো এক দশকে এই তারকা দম্পতির সবচেয়ে বেশি বার শোনা প্রশ্ন সম্ভবত কবে সন্তান হবে? অবশেষে বহুল প্রতীক্ষিত সুখবর দিলেন ফারুকী-তিশা।
এর আগে, গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিশার বেবিবাম্পের ছবি পোস্ট করে আগত সন্তানের খবর জানান ফারুকী।
স্বাআলো/এস
.
