অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ, বাড়বে না ভাড়া

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস-ট্রেন-লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বাড়ছে করোনা সংক্রমণ, ১৩ জানুয়ারি থেকে সারাদেশে বিধি-নিষেধ জারি

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন জারির আগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘গণপরিবহনের বিষয়ে আলোচনা হয়েছে। যদি করোনা আরো বৃদ্ধি পায়, তাহলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে নির্দেশ দেয়া হবে। এ ছাড়া আমরা বিআরটিএকে বলে দেবো, ভাড়াটাড়া বাড়ানো যাবে না। এটা যেহেতু একটি স্পেশাল সিনারিও, সবাইকেই বুঝতে হবে।’

স্বাআলো/এসএ