
কেশবপুর (যশোর) প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দীন গাজীকে (৭১) দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দীন গাজীকে গার্ড অব অনার দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আরাফাত হোসেন তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় কেশবপুর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা শহীদুজ্জামান শাহীনসহ গ্রাামের সব শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে ছমির উদ্দীন গাজী উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
স্বাআলো/এসএ
.
Author
