দেশে আরো ৮ জনের ওমিক্রন শনাক্ত

ঢাকা অফিস: দেশে আরো আটজনের দেহে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।

দেশে ৫৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত

এ নিয়ে দেশে মোট ৭১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হলো। নতুন আক্রান্তদের সবাই চট্টগ্রামের বাসিন্দা। গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী।

উল্লেখ্য, ঢাকা ও যশোরের পর এবার চট্টগ্রামেও পাওয়া গেলো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব।

স্বাআলো/এস

.