ঘানায় ভয়াবহ বিস্ফোরণে ৫০০ ভবন ধস, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫৯ জন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিস্ফোরকবাহী গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এ ঘটনা ঘটে।

এক বিবৃতিতে ঘানার পুলিশ জানিয়েছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বিস্ফোরক বোঝাই ওই গাড়িটি ঘানার পশ্চিমাঞ্চলীয় একটি স্বর্ণখনিতে যাচ্ছিলো। খনি থেকে ১৪০ কিলোমিটার দূরে বিস্ফোরণ ঘটে।

এদিকে ভয়াবহ এই বিস্ফোরণের কারণে অন্তত ৫০০ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

সূত্র: আলজাজিরা।

স্বাআলো/এস

.