
ঢাকা অফিস: চলতি বছরে বেসরকারি ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত নিয়ে সুখবর দিয়েছে সরকার। চলতি মাসের (ফেব্রুয়ারি) শেষে অথবা আগামী মাসে (মার্চ) নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির ঘোষণা দেয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও যাচাই-বাছাই কমিটির আহবায়ক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরীন গণমাধ্যমকে বলেন, নতুন এমপিওভুক্তির কাজ অনেকটাই হয়ে গেছে। কিছু রিপোর্ট এখনো বাকি আছে। সেগুলো হাতে পেলেই ফেব্রুয়ারির শেষ অথবা মার্চে অবশ্যই এমপিওভুক্তির ঘোষণা দেয়া হবে।
ভেরিফিকেশন ফরম জমা না দেয়া পদে যারা নিয়োগ পাবেন
তবে সবকিছু নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর। গতবারের মতো এবারো প্রধানমন্ত্রী নতুন এমপিওভুক্তির ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন করতে বলা হয়।
স্বাআলো/এস
.
ঢাকা অফিস
