রংপুরে করোনায় তিনজনের মৃত্যু, শনাক্তের হার ৩৬.৯০ শতাংশ

রংপুর ব্যুরো: রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে ৮৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে ৩৬ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু জাকিরুল ইসলাম।

রংপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ, ভেঙ্গেছে অতীতের সব রেকর্ড

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে একজন ও দিনাজপুরে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ১০১, দিনাজপুরে ৫৯, নীলফামারীতে ৪৯, ঠাকুরগাঁওয়ে ৩১, পঞ্চগড়ে ২৭, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৬ ও কুড়িগ্রামে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৬ জন।

বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত ৯৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৫ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকীদের বাসায় রেখে চিকিৎসা চলছে। রংপুর বিভাগে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯১৭ জন।

স্বাআলো/এস