
ডেস্ক রিপোর্ট: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৯২ বছর।
লতার বোন ঊষা মঙ্গেশকর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার মৃত্যু হয় শিল্পীর।
স্তব্ধ হলো কোকিলকণ্ঠ, অন্য সুরলোকে চলে গেলেন লতা মঙ্গেশকর
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’ খ্যাত এ শিল্পী। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মাত্র ১৩ বছর বয়সে সংগীতজগতে বিচরণ শুরু হয় লতার। ১৯৪২ সালে নিজের প্রথম গান রেকর্ড করেন তিনি। সাত দশকের ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় ৩০ হাজারের বেশি গান গেয়েছেন এ শিল্পী।
স্বাআলো/এসএ
.
Author
