কালীগঞ্জে একুশে বই মেলার উদ্বোধন

ঢাকা: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কেন্দ্রীয় পাঠাগার মাঠে পাঁচ দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আস সাদিক জামানের সভাপতিত্বে একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভূমি কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবিন হোসেন।

আরো উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার নূরে জান্নাত, সমবায় অফিসার মির্জা ফারজানা তসলিম, সমাজ সেবা অফিসার এনায়েত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ অধ্যক্ষ ফেরদৌস মিয়া, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীরে সদস্য দেলোয়ার হোসেন, পৌর কাউন্সিলরগণ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি এস এম আলমগীর, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, সেচ্ছাসেবকলীগের সভাপতি সিজুসহ নেতৃবৃন্দ।

মেলায় অংশ গ্রহণ করেন- সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, জামালপুর ডিগ্রী কলেজসহ বিভিন্ন স্কুল, উপজেলার বিভিন্ন লাইব্রেরি, উপজেলার বিভিন্ন দফতর।

স্বাআলো/এসএস

.

Author
ঢাকা অফিস