জনগণের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর বিবৃতি

বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৪ মার্চ জনতার উদ্দেশ্যে একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি শোষণ ও উপনিবেশবাদী অব্যাহত রাখার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবানে সাড়া দেয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানান এবং যেকোনো মূল্যে স্বাধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকার আহবান জানান।

তিনি বলেন, ‘অবশ্যই মনে রাখতে হবে চরম ত্যাগ স্বীকার ছাড়া কোনো জাতি কোনোদিন মুক্তি অর্জন করতে পারে নাই। জনগণকে তাই যেকোনো মূল্যে স্বাধিকার আদায়কল্পে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

স্বাআলো/এসএস

.